• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে মানববন্ধন

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৪:১৫ অপরাহ্ণ

    খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বীরা। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

    সোমবার দিবাগত রাতের কোনও একসময় দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবিরকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে। এ সময় তিনি বিহারে একা ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আবদুল আজিজ।

    এ ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রস্থল শাপলা চত্বরে বিভিন্ন বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মালম্বীদের সংগঠন জড়ো হয়। পরে তারা মানববন্ধন করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, একজন ভিক্ষু সংসার ত্যাগী, তার কোনও ধন সম্পত্তি থাকে না, কারও সঙ্গে বিরোধে জড়ান না। ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন। তাকে বিহারের মধ্যেই সোমবার রাতে কুপিয়ে হত্যা করা হয়।

    বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০