• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ব্যক্তিগত বিষয় নয়, ব্যস্ত থাকতে চান কাজ নিয়ে

    ব্যক্তিগত বিষয় নয়, ব্যস্ত থাকতে চান কাজ নিয়ে

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২৪ | ১:৫৭ অপরাহ্ণ

    আবারও আলোচনায় শাকিব খানের দুই ‘সাবেক’ জীবন সঙ্গী অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানের নাম ব্যবহার করে আলোচনায় থাকছেন এই দুই নায়িকা—এমন অভিযোগ এসেছে শাকিবের পরিবার থেকেই।

    সম্প্রতি অপু-বুবলী দুজনই শাকিবের ‘বৈধ স্ত্রী’ দাবি করায় এবার বাড়ির দরজাটা বন্ধ হতে যাচ্ছে বলে খবর এসেছে। এতে চটেছেন অপু বিশ্বাস। তিনি গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত বিষয় চর্চিত হোক সেটা তিনি চান না। ব্যস্ত থাকতে চান কাজ নিয়ে।

    তবে ‘খান বাড়ির দরজা বন্ধ’ প্রসঙ্গে এ নায়িকা বললেন, ‘আমাদের সন্তান জয় এখনও ছোট। ওকে তো আমি কোথাও একা পাঠাব না। সঙ্গে আমি থাকি না হয় পরিবারের লোকজন। এখন ছেলে যদি বাবা ও দাদার বাড়িতে যেতে চায় বা ওর বাবা, দাদা-দাদিরা দেখতে চায়, তাহলে ওকে কে নিয়ে যাবে? তখন আমি ওকে নিয়ে যাই। এটা আমার দায়িত্ব। আর ওই বাড়িতে আমার ঢুকতে মানা—এটা কতটুকু সত্য, তা আপনার খোঁজ নেন। তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে।’

    গত কয়েকদিন ধরে আলোচনায় শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন। বিয়ে করছেন শাকিব খান এমন কথা শোনা যাচ্ছে। বিষয়গুলো নিয়ে কী ভাবছেন জানতে চাইলে অপু বলেন, ‘এসব বিষয় নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক না। এটা ব্যক্তিগত বিষয়। আমি মনে করি, সবার কাজ নিয়ে আলোচনা করা উচিত- এসব নিয়ে নয়।’

    যোগ করে নায়িকা আরও বলেন, ‘আসলে দিন শেষে সবাই একটু শান্তি খোঁজে। মনগড়া কথা নিয়ে সংবাদ প্রকাশ, আজেবাজে কথা- এগুলো কেউই আশা করে না।’

    জানালেন, নতুন সিনেমার পরিকল্পনা আর ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিছুদিনের মধ্যে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’ থেকে নতুন চলচ্চিত্রের ঘোষণা আসবে।

    অপু বললেন, ‘গেল কয়েকদিন ধরে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে ব্যবসার কাজ তো আছেই। সব মিলিয়ে আমি এখন খুব ব্যস্ত। শিগগিরই নতুন ছবি ঘোষণা দেওয়া হবে। আর এবারের ছবিতে অনেক চমক থাকছে। ঘোষণা আসলেই জানতে পারবেন।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০