• আজ সোমবার
    • ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১লা সফর ১৪৪৭ হিজরি

    ব্রাজিলে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের মামলায় ৪ জনের ৭৮ বছর কারাদণ্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২১ | ৪:০২ অপরাহ্ণ

    ব্রাজিলের একটি নাইট ক্লাবে ২০১৩ সালে অগ্নিকাণ্ডে ২৪২ জন নিহত ও ছয়শ জনের বেশি মানুষ আহত হওয়ার মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযুক্ত চারজনকে মোট ৭৮ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দেশটির নিও গ্রান্ডে দ্য সাল রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রেতে বিচারক অরল্যান্ডো ফ্রাসিনি এ রায় দেন।

    দক্ষিণাঞ্চলের সান্তা মারিয়া শহরের কিস নামে একটি নাইট ক্লাবে আগুন লাগার ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দিন একটি গানের দল পরিবেশনার সময় আগুন জ্বালায় এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। এতে ঘটে হতাহতের ঘটনা।

    অভিযুক্ত চারজনের মধ্যে দুইজন গুরিজাদা ফান্ডাগুয়েরিয়া ব্যান্ড দলের সদস্য এবং দুইজন ক্লাবের মালিক। ক্লাবের একজন মালিক, ৩৮ বছর বয়সী এলিসান্দ্রো কালেগারো স্পোরের সাড়ে ২২ বছর ও আরেকজন ৫৬ বছর বয়সী মারো লন্দ্রেরো হফম্যানকে সাড়ে ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, ব্যান্ডের সদস্য ৪৪ বছর বয়সী লুসিয়ানো বনিলহা লিয়াও ও ৪১ বছর বয়সী মার্সেলা দ্য জেসাস ডস সান্তোসের ১৮ বছর করে কারাদণ্ড হয়েছে। তারা হত্যা এবং হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত।

    পুলিশের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, গানের দলের পরিবেশনার জন্য জ্বালিয়ে রাখা আগুন থেকেই ক্লাবে তা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে অনেকে আগুনে দগ্ধ হয়ে মারা যান। এসময় ধোঁয়ার কারণে দম বন্ধ হয়েও মারা যান অনেকে। নাইট ক্লাবটিতে অগ্নিনির্বাপণব্যবস্থা কার্যকর ছিল না। ক্লাবে থেকে বের হওয়ার জন্য মাত্র দুটি পথ ছিল। ফলে শতচেষ্টা করেও অনেকে বের হতে পারেননি। এ ঘটনায় ভুক্তভোগীদের অধিকাংশই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১