- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৫:৫৫ অপরাহ্ণ
ব্রাজিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৯ জন শিক্ষার্থী।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলো রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। স্থানীয়ভাবে বিশ্ববিদ্যালয়টি ‘ইউনিফ্রান’ নামেও পরিচিত।
দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়টির ক্রীড়া সংস্থা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আহত ও নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজ্যের ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, বাস দুর্ঘটনার পর ৩১ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।
ব্রাজিলে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বার্তা সংস্থা এপি বলছে, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে।