• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের সংঘর্ষে আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের সংঘর্ষে আহত ১৫

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ এপ্রিল ২০২২ | ২:১৮ অপরাহ্ণ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুধন্তি ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পার্শ্বর্বতী হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠানো হয়েছে।

    খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, শশই এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী দিগন্ত পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠায়।

    তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালকরা পালিয়ে গেছে। এ সময় মহাসড়কে অন্তত ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০