- আজ বুধবার
- ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ এপ্রিল ২০২২ | ৪:৪১ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার তথ্য জানিয়েছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালসসহ জনসন মন্ত্রীসভার আরও ১০ জনের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
রাশিয়া বলছে, বরিস জনসন সরকারের নজিরবিহীন শত্রুতামূলক কর্মকাণ্ড বিশেষ করে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৮ এপ্রিল পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) এবং কাতেরিনা তিখোনোভার (৩৫) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। পুতিনের ঘনিষ্ঠজনদের জীবনাচারকে লক্ষ্যবস্তু করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। যুক্তরাজ্য পুতিনের ওপর নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দেয়নি।