• আজ সোমবার
    • ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ভারতকে শক্ত প্রতিপক্ষ মানছে বাংলাদেশ

    ভারতকে শক্ত প্রতিপক্ষ মানছে বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২২ | ২:৩০ অপরাহ্ণ

    শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচের আগে এক ভিডিও বার্তায় দলের প্রস্তুতি ও প্রত্যাশা সম্পর্কে জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ পল স্মলি।

    জয় দিয়ে যাত্রা শুরু করায় দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন তিনি। বলেন, ‘শ্রীলঙ্কা পুরো ম্যাচে ভালো খেলেছে। জয়টা আমাদের জন্য কঠিন ছিল। লড়াই করে জিততে হয়েছে। এতে করে আমাদের সামর্থ্যেরও একটা পরীক্ষা হয়েছে। এই ম্যাচে জয় পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’

    আগামী ম্যাচে বাংলাদেশর প্রতিপক্ষ ভারত। তাদের কঠিন প্রতিপক্ষ মানছেন স্মলি। তিনি বলেন, ‘আগামী ম্যাচে আমাদের স্বাগতিকদের বিপক্ষে খেলতে হবে। ম্যাচটা কঠিন হবে। আসরের প্রতিটি দলই ভালো। তবে ভারতের বিপক্ষে আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে। স্বাগতিক হিসেবে তারা এগিয়ে থাকবে।’

    ‘আগামী ম্যাচে আমরা নির্ভার ফুটবল খেলতে চাই। সকলকে আক্রমণাত্মক এবং উপভোগ্য একটি ম্যাচ উপহার দিতে চাই।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১