• আজ রবিবার
    • ২১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা জিলকদ ১৪৪৬ হিজরি

    ভারতব্যাপী মুক্তি পাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘হাওয়া’

    ভারতব্যাপী মুক্তি পাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘হাওয়া’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ডিসেম্বর ২০২২ | ৮:২৫ অপরাহ্ণ

    এবার ভারতব্যাপী মুক্তি পেতে চলেছে বাংলাদেশের ‘হাওয়া’। কিছুদিন আগেই কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ছবিটি। সেখানে দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সে সময়ে অনেক দর্শক ছবিটি দেখার সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

    সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ভারতব্যাপী মুক্তি পাবে ৩০ ডিসেম্বর। ভারতের প্রখ্যাত প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে ছবিটি।

    খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের অফিসিয়াল গ্রুপে শেয়ার করা ছবিটির মুক্তির খবরের স্ক্রিনশট দিয়ে নির্মাতা তার ফেসবুকে লিখেছেন, ‘হাওয়া বইবে কলকাতা ও পশ্চিম বাংলায় ১৬ তারিখ থেকে আর ভারতব্যাপী ৩০ তারিখ থেকে।’

    এবারের একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে ‘হাওয়া’ সিনেমাটি । ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে দর্শকনন্দিত এই সিনেমা।

    তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১