- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ অক্টোবর ২০২৪ | ২:২৫ অপরাহ্ণ
চেন্নাইতে বিমান বাহিনীর একটি প্রদর্শনী অনুষ্ঠানে তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। রবিবারের (৬ অক্টোবর) ওই অনুষ্ঠানে প্রায় ১৫ লাখ মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তিরা হিটস্ট্রোক করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চেন্নাই ত্রিপলিকেন এলাকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আর আলাগু টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, ‘দুই ব্যক্তি মূলত ডিহাইড্রেশনের কারণে মারা গেছেন। প্রচণ্ড তাপে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মারা যান।’
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অনুষ্ঠানের দিন তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বিমানবাহিনীর ৯২তম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকত ম্যারিনা বিচে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মাইলাপোর এলাকার পুলিশ কর্মকর্তা টি ভিভেকানান্দান বলেছেন, তৃতীয় ব্যক্তি ‘প্রচণ্ড তাপে’ প্রাণ হারিয়েছেন।
অনুষ্ঠানে আগত সফটওয়্যার ইঞ্জিনিয়ার চন্দ্রমোহন বলেছেন, তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া সত্ত্বেও সেখানে পানির সুব্যবস্থা ছিল না। লোকসমাগম ছিল অত্যধিক বেশি। ঠিকমতো বাতাস চলাচলের অভাব ও পানিশূন্যতায় অনেককে জ্ঞান হারাতে দেখেছেন তিনি।
তিনি আরও বলেছেন, ‘অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ভোগান্তি ছিল আরও ভয়াবহ। রাস্তায় যান চলাচল একদম স্থবির হয়ে ছিল।’
চেন্নাইয়ের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মা সুব্রামানিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেছেন, অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েনসহ অস্থায়ী শৌচাগার ও সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা করেছিল সরকার।
এই ঘটনায় বিমান বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।