- আজ বুধবার
- ১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মার্চ ২০২৪ | ৫:৩৫ অপরাহ্ণ
দখলদার সরকারকে যে দেশ প্রকাশ্যে সমর্থন করে সেদেশের পণ্য বর্জন করা ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে ‘ভারতীয় পণ্য বর্জন’ এর প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই দাবি করেন।
তিনি বলেন, গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী বলেন, আচ্ছা ওরা এতো কিছু করছে, শাল পোঁড়ায় … তো বউয়ের শাড়িটা পুঁড়াতে পারে না, ইন্ডিয়া থেকে আনা শাড়ি। আমি বলতে চাই, আমাদের বিএনপি নেতারা ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কিনে না।
নিজের পুরনো স্মৃতি তুলে রিজভী বলেন, আমার নানার বাড়ি হচ্ছে ইন্ডিয়া। বিয়ের পরে একবার গিয়েছিলাম। আমার ছোট মামা একটা শাড়ি দিয়েছিলেন। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে, ওই শাড়িটা কৈ? সেটা কবেই… আমাদের দেশের মেয়েরা শাড়ি পুরনো হলে সেটা দিয়ে কাঁথা সেলাই করতে দেয়… আমার মিসেস বললেন, কাঁথা সেলাই করতে কবে দিয়েছি সেটাও ছিঁড়ে গেছে।”
বুধবার (২৮ মার্চ) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের সভানেত্রী শেখ হাসিনা বিএনপির ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচিতে সমর্থন দেয়ার কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, বিএনপির এক নেতা চাদর খুলে পুড়াল। যে নেতারা বলছেন, ভারতীয় পণ্য বর্জন করবেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? আমি জানি, ঈদের আগে দেখি বিএনপির মন্ত্রীদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত।