- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জুন ২০২১ | ১১:০৫ পূর্বাহ্ণ
বাংলাদেশের ভারতবধের স্বপ্ন এবারের মতো অপূর্ণই থেকে গেলো। ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোলের বিপরীতে বাংলাদেশের শূন্য। ৭৯ মিনিটে বাংলাদেশি গোলকিপারকে অতিক্রম করে প্রথম গোলটি করেন সুনীল। এরপর ৯২ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি।
বাংলাদেশ যেন বলই পায়নি আজ। ৭৩ শতাংশ বল দখলে ছিল ভারতের আর বাংলাদেশেরে ছিলো ২৭ শতাংশ। জামালরা প্রথমার্থে শট নিয়েছে মোটে ৩টি আর পরে আরও আকেটি। বিপরীতে ভারত প্রথমার্ধে নিয়েছে ৬টি এবং মোট ১৬ টি।
অতীতে ভারত বাংলাদেশ সাক্ষাতের ২৯টি ম্যাচের ১৫টিতে ভারত জিতেছে। বাংলাদেশ জিতেছে মোটে ২টিতে। বাকি ১২টি ম্যাচ ড্র হয়েছিলো। সবশেষ ২০০৩ সালে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।
এই জয়ে এশিয়ান কাপ পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বাড়লো ভারতীয়দের।