• আজ সোমবার
    • ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১লা সফর ১৪৪৭ হিজরি

    ভারতের জেনারেল বিপিন ও স্ত্রীর শেষকৃত্য হবে শুক্রবার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২১ | ৮:১৫ অপরাহ্ণ

    তামিল নাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই ব্রিফিং করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) তার ব্রিফিংয়ের কথা রয়েছে। গতকাল বুধবার ওই বিধ্বস্তের ঘটনায় ১৪ আরোহীর মধ্যে প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াত ও স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন।

    সুলুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের পর এমআই-১৭-ভি-৫ হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

    এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী হলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ভরুণ সিং। মারাত্মক দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। ওয়েলিংডন থেকে তিনি জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে সুলুর যান।

    জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর শেষকৃত্য শুক্রবার অনুষ্ঠিত হবে। তাদের মরদেহ আজ বৃহস্পতিবার বিকেলে একটি সামরিক বিমানে করে দিল্লিতে নেওয়া হবে।

    ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন জেনারেল রাওয়াত। সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় করতে পোস্টটি তৈরি করা হয়। সাবেক সেনাপ্রধান জেনারেল রাওয়াত নবগঠিত ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে নিয়োগ পান।

    ১৯৭৮ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন জেনারেল রাওয়াত। চার দশকের চাকুরি জীবনে তিনি কাশ্মির ও চীন সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১