• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

    ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ এপ্রিল ২০২২ | ১:৫৫ অপরাহ্ণ

    ভারতের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সোমবার তাকে নয়া সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়।

    আগামী ১লা মে মেয়াদ শেষ হচ্ছে বর্তমান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের। পাণ্ডে ভাইস-চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন। তিনিই প্রথম ইঞ্জিনিয়ার কর্পসের সদস্য যিনি সেনাপ্রধানের দায়িত্ব পাচ্ছেন।

    সোমবার ইন্ডিয়ান আর্মির টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল নারাভানে এবং ভারতীয় সেনার পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে দেশের ২৯তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য অভিনন্দন। ১লা মে থেকে মনোজ পাণ্ডে দায়িত্ব গ্রহণ করবেন।

    গত ১ ফেব্রুয়ারি থেকে মনোজ পাণ্ডে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে ১৯৮২ সালে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে নিযুক্ত হন। সেনা সূত্রে জানা গেছে, ২০০১-০২ সালে সংসদে হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সংঘাতের সময় অপারেশন পরাক্রমের অংশ ছিলেন পাণ্ডে। সেই সময় নিয়ন্ত্রণরেখার দুইপারে দুই দেশের সেনা মুখোমুখি হয়েছিল।

    ব্রিটেনের কেমবার্লির স্টাফ কলেজের স্নাতক পাণ্ডে হাইয়ার কম্যান্ড এবং ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন। ৩৯ বছরের সার্ভিসে বহু গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ নিয়েছেন তিনি। উত্তর-পূর্ব ভারতের মাউন্টেন ব্রিগেড, জাতিসংঘের মিশনে ইথিওপিয়া এবং ইরিত্রিয়াতে চিফ ইঞ্জিনিয়ার পদে কাজ করেছেন।

    নিজের কাজের জন্য পরম বিশিষ্ট সেবা মেডেল, অতিবিশিষ্ট সেভা মেডেল, বিশিষ্ট সেবা মেডেলের মতো সম্মানে ভূষিত হয়েছেন মনোজ পাণ্ডে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০