দিন দিন নাজুক হচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। টানা চার দিন, তিন লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় শনাক্ত তিন লাখ ৫০ হাজার। প্রাণ হারিয়েছে পৌনে তিন হাজার মানুষ। মহামারির মধ্যেও মোদি সরকার ধর্মীয় অনুষ্ঠান এবং নির্বাচন বন্ধ না করায় এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলে মত বিশেষজ্ঞদের।
শুধু বাংলাদেশ নয়, ভারতের কয়েকটি রাজ্যও তাদের নিজেদের মধ্যে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে।