- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ মার্চ ২০২৩ | ৬:৫০ অপরাহ্ণ
এগারজন ব্যাটারের মধ্যে দশজনই দুই অংকে পৌঁছলেন। কিন্তু ফিফটি করতে পারলেন না কেউ। অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নেয় ভারত।
চেন্নাইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এক ওভার বাকি থাকতে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু ২৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে ফেলেছে তারা।
টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেয়েছিল অসিরা। ডেভিড ওয়ার্নার ফিরলেও আগের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারানোর নায়ক দুই ওপেনারের ওপর ভরসা রাখে সফরকারীরা।
ট্রাভিস হেড আর মিচেল মার্শ সেই আস্থার প্রতিদান দিয়েছেন। ৬৫ বলে তারা গড়েন ৬৮ রানের উদ্বোধনী জুটি। তবে ৩১ বলে ৩৩ করে হেডকে ফেরানোর পর দ্রুত আরও দুটি উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। স্টিভেন স্মিথ ০ আর মার্শ আউট হন ৪৭ বলে ৪৭ করে।
চার নম্বরে নামা ডেভিড ওয়ার্নার ৩১ বল খেলে করেন ২৩। হন কুলদ্বীপের শিকার। মার্নাস লাবুশেনকেও (৪৫ বলে ২৮) তুলে নেন এই স্পিনার। ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।
ষষ্ঠ উইকেটে মার্কাস স্টয়নিস আর অ্যালেক্স ক্যারে ৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েন। স্টয়নিস (২৬ বলে ২৫) সেট হওয়ার পর অক্ষর প্যাটেলের শিকার হলে ভাঙে এই জুটি। তারপরও অস্ট্রেলিয়া লড়াই চালিয়েই গেছে।
অ্যালেক্স ক্যারে ৪৬ বলে ৩৮, শন অ্যাবট ২৩ বলে ২৬, অ্যাশটন অ্যাগার ২১ বলে ১৭, মিচেল স্টার্ক ১১ বলে ১০, এমনকি এগার নম্বর ব্যাটার অ্যাডাম জাম্পাও করেন ১১ বলে অপরাজিত ১০ রান।
ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া আর কুলদ্বীপ যাদব নেন ৩টি করে উইকেট।