• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ভারতে নিরাপত্তা ইস্যুতে মুখ খুললেন হাথুরুসিংহে

    ভারতে নিরাপত্তা ইস্যুতে মুখ খুললেন হাথুরুসিংহে

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৭:২৯ অপরাহ্ণ

    কানপুর টেস্টের আগে ম্যাচের চেয়ে বেশি আলোচনায় সংগঠনটি। ভারতের এই সংগঠন সিরিজ শুরুর আগ থেকেই নানা হুমকি দিয়ে আসছিল। তাদের চাওয়া ছিল, সিরিজটি বাতিল করা হোক। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটি করেনি।

    নিরাপত্তা হুমকির মধ্যেই বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুশীলন করেছে বাংলাদেশ। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে সফরকারীদের অনুশীলন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আজকের পর আগামীকালও অনুশীলন করবে বাংলাদেশ। অনুশীলন শেষে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিরাপত্তা প্রসঙ্গে বাংলাদেশ কোচ জানিয়েছেন, চিন্তার কিছু নেই।

    হাথুরুসিংহে বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত নই। ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যাপারটি দেখভাল করছে। আস্থা রাখছি, তারা ভালোভাবেই এটি সামলাবে। আমাদের নজর ম্যাচের দিকে।’

    বাংলাদেশের অনুশীলনেই দেখা গেছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের টিম হোটেল থেকে মাঠের দূরত্ব এক হাজার ৫০০ মিটার। পুরো পথে খেলোয়াড় ও ভিআইপিদের জন্য দুই হাজার পুলিশ নিয়োজিত করেছে কানপুর প্রশাসন। অনুশীলনের দুদিনই থাকবে এই ব্যবস্থা। পাশাপাশি ম্যাচের দিনগুলোতে স্টেডিয়ামের আশপাশে বাড়তি পুলিশ রাখা হবে নিরাপত্তার খাতিরে। কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশচন্দ্র জানিয়েছেন, তারা নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১