• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভারতে নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে নিহত ৭ শ্রমিক

    ভারতে নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে নিহত ৭ শ্রমিক

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৫২ পূর্বাহ্ণ

    ভারতের মহারাষ্ট্রের থানেতে ৪০তলা এক নির্মাণাধীন ভবনের লিফট ছিড়ে পড়ে যায়। এতে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে পৌনে সাতটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে মেহেন্দ্র চৌপল, রুপেশ কুমার দাস, হারুণ সেখ, মিথিলেশ, কারিদাস ও সুনীল কুমার দাসের পরিচয় পাওয়া গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত বাকি একজনের পরিচয় মেলেনি।

    এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা প্রসঙ্গে তিনি একটি শোকবার্তায় লেখেন, “মর্মান্তিক, থানেতে লিফট দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

    এদিকে ঘটনা প্রসঙ্গে থানা মিউনিসিপ্যাল করপোরেশনের এক কর্মকর্তা জানান, লিফটটি যখন ছিঁড়ে পড়ে, তখন তাতে সাতজন শ্রমিক ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই।

    জানা গেছে, ভবনটির নাম রুনওয়াল কমপ্লেক্স। লিফটটি ছিঁড়ে পড়ে ভূগর্ভস্থ তৃতীয়তল বেসমেন্টে আটকে যায়। ভবনটির কাঠামো পুরোপুরি দাঁড়িয়ে গেছে। বর্তমানে সেটির ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল।

    এদিকে দুর্ঘটনার তদন্তে নেমেছে থানে পুলিশ। কী কারণে লিফটটি ছিঁড়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, লিফটের দড়ি ছিঁড়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটে। দুর্ঘটনার সময় ওপর থেকে শ্রমিকরা লিফটে করে নিচে নামছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০