• আজ বুধবার
    • ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ভারতে ফিল্মফেয়ারে জয়ার মনোনয়ন

    | ৩১ মার্চ ২০২১ | ৯:৫৮ পূর্বাহ্ণ

    ভারতের কলকাতায় বাংলা ভাষার ছবিকে উৎসাহ দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের আসর। ২০১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া বাংলা সিনেমার বিভিন্ন বিভাগে দেওয়া হবে জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা) ২০২০। এতে দুটি বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান।

    গতকাল সোমবার ফিল্মফেয়ার তাদের ওয়েবসাইটে মনোনয়নের তালিকাটি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, সমালোচক বিভাগে সেরা অভিনয়শিল্পী শাখায় দুটি মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান। অতনু ঘোষের ‘রবিবার’ এবং কৌশিক গাঙ্গুলীর ‘বিজয়া’ ছবি দুটির জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

    জানা গেছে, করোনার কারণে ফিল্মফেয়ার পুরস্কার বাংলার আয়োজন ছোট পরিসরে করা হয়েছে। মনোনয়ন পেয়ে আনন্দিত জয়া আহসান। কিন্তু করোনার বর্তমান পরিস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে খানিকটা অনিশ্চিত।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১