- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ মার্চ ২০২২ | ৪:২৭ অপরাহ্ণ
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট খেলতে গিয়ে ভারতে করোনা পজিটিভ ধরা পড়েছে বাংলাদেশ ফুটবল দলের তিন সদস্যের। তাদের মধ্যে একজন ফুটবলার ও দুইজন কর্মকর্তা।
ভারতে থাকা বাংলাদেশ দলের সকল ফুটবলার ও কর্মকতার করোনার দুই ডোজ করে টিকা নেওয়া রয়েছে। যে কারণে করোনা পরীক্ষা ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে যায় দল। টুর্নামেন্টে অংশ নিতে গতকাল জামশেদপুরে অবস্থিত হোটেল দি শনেটে পৌঁছায় বাংলাদেশ দল।
তবে সেখানে গিয়ে তিনজনের করোনা পজিটিভ ধরা পড়ে। যার ফলে অনুশীলনের পরিবর্তে আজ রবিবার হোটেলে আইসোলেশনে কাটাতে হবে পুরো দলকে। যদিও বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দলের দলীয় সূত্রে জানা গেছে, তিনজনের ফলস পজিটিভ ধারণা করা হচ্ছে।
এ জন্য বাংলাদেশ দল টুর্নামেন্টের আয়োজক অল ইন্ডিয়া ফুটবল ফেডারশনকে আজ বিকালে আবারও টেস্ট করার অনুরোধ করেছিল। তবে আজ বিকালের পরিবর্তে আগামীকাল সোমবার সকালে পরীক্ষা করানোর ব্যবস্থা করবে আয়োজক কর্তৃপক্ষ।
দলীয় সূত্র জানিয়েছে, আগামীকাল নেগেটিভ রিপোর্ট পেলেও মাঠে নেমে অনুশীলনের তেমন সম্ভাবনা নেই। সবাই সুস্থ আছেন, এমনকি পজিটিভ ধরা পড়া তিনজনও সুস্থ আছেন, তাদের মধ্যে করোনার কোনো লক্ষণ নেই।