• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ তারকা মডেলের

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২১ | ১১:৫৮ পূর্বাহ্ণ

    মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান নামের ভারতীয় দুই তারকা মডেল। এ বছরই মিস সাউথ ইন্ডিয়ার শিরোপা জিতেছিলেন আনসি কবীর। শুধু তাই নয়, তিনি ২০১৯ সালেও মিস কেরলের শিরোপা জিতেছিলেন। সে বছরই অঞ্জনা শাহজাহান হয়েছিলেন মিস কেরল প্রতিযোগিতায় রানার আপ।

    গত সোমবার সেই কেরলেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসঙ্গে দু’জনেরই মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান কেরালায় একটি ফটোশুট শেষ করে ফিরছিলেন। হঠাৎ তাদের গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি সরাসরি একটি গাছে ধাক্কা খায়।

    ৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। জানা যায়, মিস কেরালা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় আনসি এবং অঞ্জনার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুজনে একসঙ্গেই পাড়ি জমালেন অনন্ত যাত্রায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০