• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের উদ্বোধন হচ্ছে

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২২ | ৪:৪৬ অপরাহ্ণ

    আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরার লক্ষে আগামীকাল ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ (ভিএমবি) উদ্বোধন হতে যাচ্ছে।

    জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

    আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
    আয়োজকরা বলেন, ভিএমবি এমন একটি প্লাটফরম যেখানে শৈল্পিকভাবে বাংলাদেশের ঐতিহ্যগত প্রাচীন সংস্কৃতি তুলে ধরা হবে।

    তারা আরো বলেন, ‘আমরা আশাবাদী যে এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি গোটা বিশ্বের কাছে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

    তারা বলেন, এই ভিএমবি স্কুল ও কলেজ শিক্ষার্থী, দেশী ও বিদেশী পর্যটক, শারীরিকভাবে অসমর্থ মানুষ বা যে কারো জন্যই অর্থ, সময় ও শ্রম ব্যয় না করে এই সাইটে ঢুকার একটি চমৎকার সুযোগ।

    ২০১৭ সালের মাঝামাঝিতেই এই ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের কাজ শুরু হয়। এরমধ্যে, ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে ছয়টি ভিন্ন প্রচীন প্রত্নতাত্ত্বিক স্থান এই ভিএমবি অ্যাপে যুক্ত হয়েছে।

    যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো এই অ্যাপটিতে রয়েছে, সেগুলো হচ্ছে- বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, চাঁপাইনওয়াবগঞ্জের ছোট সোনা মসজিদ, যশোরের ১১ শিব মন্দির, নারায়ণগঞ্জের পানাম নগর ও দিনাজপুরের কান্তজীউ মন্দির।

    অনুষ্ঠানটিতে অন্যান্যের মাঝে উপস্থিত থাকবেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এসএম রুহুল আমিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড. শাহনেওয়াজ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০