- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২৪ | ৭:৫০ অপরাহ্ণ
রাজধানীর ভাষানটেকের নতুন বস্তি এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোছা. রিয়া আক্তার (১৫) নামের এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) রাতের দিকে এই ঘটনা ঘটে।
রিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রিয়া লক্ষ্মীপুর সদরের বানচা নগর গ্রামের আসাদ মিয়ার মেয়ে। বর্তমানে ভাষানটেক নতুন বস্তি এলাকায় থাকতেন।
ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) রেবেকা সুলতানা বলেন, ‘আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ট্রলির উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ দুপুরের দিকে ঢামেক মর্গে পাঠানো হয়।’
এসআই রেবেকা সুলতানা আরও বলেন, ‘আমরা স্বজনের কাছে জানতে পারি, নিহত রিয়া পোশাক শ্রমিক ছিলেন। রাতে বাসায় এসে তাঁর নিজকক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। বিষয়টি স্বজনরা জানতে পেরে দ্রুত তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |