• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা সন্দ্বীপে আটক

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মে ২০২১ | ৯:৩৪ পূর্বাহ্ণ

    ভাসানচর থেকে পালিয়ে আসা ১১ জন রোহিঙ্গাকে সন্দ্বীপ উপকূলে আটক করেছে স্থানীয় জনগণ। মঙ্গলবার ভোর ৫টার দিকে সন্দ্বীপের পশ্চিমাংশের মেঘনা চ্যানেল পাড়ি দিয়ে রহমতপুর উপকূলে পৌঁছলে স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে উৎসুক জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

    আটক রোহিঙ্গাদের মধ্যে একজন দালাল ছাড়াও এক পরিবারেরই ৯ জন সদস্য রয়েছে। তাদের মধ্যে ৩ শিশু, ৬ মহিলা। এছাড়া তাদের সঙ্গে এক যুবকও রয়েছে।

    এরা হচ্ছে, ইয়াছিন আরাফাত (দালাল-২৪) পিতা মৃত. আবদুল মন্নান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, সে পেশায় কাপড়ের ব্যাবসায়ী, ওমর ফারুক (২২) পিতা হোসাইন আহম্মদ, ভাসানচর ক্যাম্প, মোহছেনা বেগম (২৫) স্বামী জুবায়ের, মালয়েশিয়া প্রবাসী তার তিন সন্তান, মফিজুর রহমান (৯), হোসনে আরা (৮), হাফিজুর রহমান (৭), দিল কায়স (৩০), মোফায়দা (১৫), রহিমা খাতুন (৫০), নুর হাবা (২৩) বিবাহিত মহিলাদের স্বামী ও আত্মীয়-স্বজনরা কেউ মালয়েশিয়া থাকে, কেউবা কক্সবাজারের বালুখালী ক্যাম্পে থাকে।

    আটক ইয়াছিন আরাফাত (২৫) নামের দালালের সঙ্গে ২ লাখ ৫৫ হাজার টাকার বিনিময়ে তাদেরকে কক্সবাজারে পৌঁছে দেওয়ার চুক্তি হয়েছিল। গত এক বছর আগে কুতুপালং থেকে ভাসানচর ক্যাম্পে স্থানান্তর করা হয় এই শরনার্থীদের।

    দালাল ইয়াছিন আরাফাত জানায়, ভাসানচরের নিরাপত্তা দেয়াল ডিঙ্গিয়ে সেখানকার অন্য এক দালালের সঙ্গে টাকার বিনিময়ে গভীর রাতে তাদেরকে ক্যাম্প থেকে বের করে আনা হয় তাদের। ভোর ৪টার দিকে তারা ইঞ্জিনচালিত নৌকায় সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ২০১২ সালে বার্মা থেকে শরনার্থী হিসেবে আসে এ দালাল।

    আগত রোহিঙ্গাদের সাথে আলাপ করে জানা গেছে, এরা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে লক্ষাধিক টাকার বিনিময়ে জেলে নৌকা যোগে সন্দ্বীপ উপকূলে পালিয়ে আসে। তারা সন্দ্বীপ হয়ে কক্সবাজারের বালুখালী ক্যাম্পে ফেরত যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে পালিয়ে আসে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০