- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২১ | ৪:২৫ অপরাহ্ণ
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে গোটা বিশ্ব বিপর্যস্ত। অফিসিয়াল কাজ ছাড়াও ব্যবসা কিংবা ব্যক্তিগত কাজের জন্য গুগল মিট, জুম মিটিং-এর মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং মেইলের মাধ্যমে কাজ করেছেন সবাই। এর মধ্যে অধিকাংশ মানুষই মেইলের কাজে গুগলের জি-মেইল ব্যবহার করেছেন।
সম্প্রতি নতুন পরিষেবার কথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। এবার জিমেইল চ্যাটের সাহায্যে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মতো ভয়েস কল ও ভিডিও কল করা যাবে। যা জিমেইল ওয়েব অ্যাপের সাহায্যে করা হবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে নভেম্বরে নতুন এই পরিষেবাটি যুক্ত হবে জিমেইলে।
জানা গেছে, ল্যাপটপ, ডেস্কটপ, অ্যান্ড্রয়েড ফোন এবং স্মার্টফোন ডিভাইস থেকে পাওয়া যাবে এই সুবিধা।
এছাড়াও জানা গেছে, অ্যাকাউন্ট আছে এমন ব্যক্তিকে ডায়াল করলেই তার মুঠোফোনে ফোন চল যাবে। যেকোনো স্মার্টফোন থেকে এই পরিষেবাটি ব্যবহার করা যাবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |