- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ এপ্রিল ২০২২ | ৩:৩৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের ভূঞাপুরে ঘরের চলন্ত সিলিং ফ্যান মাথায় পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাদের মা
আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- উপজেলা নিকরাইল ইউনিয়নের এক নম্বর পুনর্বাসন এলাকার ইউসুফের ছেলে সাজিম (৬) ও তার ভাই সানি (৪ মাস)। তাদের মা সাহিদা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে সেটা জানা যায়নি। পরে বিস্তারিত জান যাবে।