• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে ৮ হাজারেরও বেশি মানুষ উদ্ধার: এরদোয়ান

    ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে ৮ হাজারেরও বেশি মানুষ উদ্ধার: এরদোয়ান

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৪৫ অপরাহ্ণ

    তুরস্কে ও সিরিয়ায় ৭ দশমিক আট মাত্রার ভূমিকম্পের এক সপ্তাহ পার হলেও এখনো থামছে না মৃত্যুর মিছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে প্রাণহানির সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই মৃত্যু হয়েছে ৩১ হাজার ৬৪৩ জনের। তবে এতো মৃত্যুর সংবাদের মধ্যে একটু স্বস্তির কথা শোনালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গত এক সপ্তাহে তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ৮ হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ভুমিকম্প পরবর্তী অগ্রগতি নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করেন এরদোয়ান। এসময় তিনি বলেন, এক সপ্তাহে তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ৮ হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ভূমিকম্পে আহত ৮১ হাজারেরও বেশি মানুষকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

    এছাড়াও শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য সব দেশের প্রতি কৃতজ্ঞা জানিয়ে এরদোয়ান বলেন, এই অন্ধকার দিনে যারা বন্ধুত্ব দেখিয়েছেন তুরস্ক কখনই ভুলবে না।

    তিনি আরও বলেন, আমি আবারও ধন্যবাদ জানাতে চাই সমস্ত বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে যারা আমাদের জাতির জন্য দিনরাত সাহায্য সংগ্রহ করছে। তাদের দলগুলোর সাথে আমাদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টাকে সমর্থন করছে এবং তাদের প্রার্থনায় আমাদের ভুলে যায়নি।

    এদিকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন কমপক্ষে ৩০ হাজার উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের ভিতর থেকে প্রাণের সাড়া পেলেই ছুটছেন সদলবলে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হতে হচ্ছে তাদের।

    অন্যদিকে তুরস্কে ভয়বাহ ভূমিকম্পের ৮ দিন বা ১৯৮ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মোহাম্মদ ক্যাফার নামে ১৮ বছর বয়সী তরুণসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে একটি ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়।

    সিএনএন তুর্কের খবরে দেখা যায়, আদিয়ামান প্রদেশে ক্যাফারকে উদ্ধার করে স্ট্রেচারে করে নিয়ে আসছেন উদ্ধারকারীরা। পরে তাকে এ্যম্বুলেন্সে করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার আঙ্গুল নড়তে দেখা যায়।

    এর ঠিক কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী কাহরামানমারাস প্রদেশের একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষ থেকে দুই ভাইকে জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, তারা হলেন ১৭ বছর বয়সী মুহাম্মদ এনেস ইয়েনিনার এবং তার ভাই ২১ বছর বয়সী বাকী ইয়েনিনার। উদ্ধারের পর দুজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    উল্লেখ্য, গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০