• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভেঙ্গে যাচ্ছে সানিয়া-শোয়েবের সংসার

    ভেঙ্গে যাচ্ছে সানিয়া-শোয়েবের সংসার

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ নভেম্বর ২০২২ | ২:৩৮ অপরাহ্ণ

    অবশেষে ভেঙ্গেই গেলো সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের সংসার! গুঞ্জনই সত্যি হতে চলেছে? পাকিস্তানি মিডিয়া জিও টিভি জানাচ্ছে, বিচ্ছেদ হয়ে গেছে দু’জনের মধ্যে। আনুষ্ঠানিক ঘোষণাটাও তারা দিয়ে দেবেন যে কোনো সময়।

    ভারতীয় এবং পাকিস্তানি বেশ কিছু মিডিয়ার দাবি, সানিয়া মির্জা ও শোয়েব মালিকের মধ্যে এরই মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে? যদিও এ বিষয়ে দু’পক্ষের কেউই মুখ খুলছে না। আইনি কারণে মুখ খোলা থেকে তারা বিরত রয়েছেন বলে জানা গেছে। আইনি ঝামেলা শেষ করার পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা আসবে।

    পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও জানিয়েছে, ‘সানিয়া ও শোয়েব টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ। এ পরিস্থিতিতে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলে আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে তাদের। এ কারণেই তারা এখনই কিছু জানাচ্ছেন না। আইনি সমস্যা মিটলে তার পরে বিবাহবিচ্ছেদ ঘোষণা করবেন তারা।’

    সানিয়া-শোয়েব মুখ না খুললেও তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন দু’জনেরই ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি আবার শোয়েবের ম্যানেজমেন্ট দলের সদস্যও। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, নামপ্রকাশে অনিচ্ছুক সেই বন্ধুটি বলেছেন, ‘দু’জনের বিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’

    দুই পরিবারের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, সানিয়া এবং শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন। শোয়েবের অন্য কোনও নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন। সে কারণেই মূলত দু’জনের ১২ বছরের সম্পর্ক ভেঙে গেছে।

    দু’জনের বিচ্ছেদের গুঞ্জন মূলত শুরু হয় সানিয়ার কিছু রহস্যময় পোস্টের পর থেকেই। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? আল্লাহকেই খুঁজতে।’ ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে। সে সঙ্গে সানিয়া লিখেছিলেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’

    ফেসবুকে একটি পোস্টে সানিয়ার বাবা ইমরান মির্জা লিখেছিলেন, ‘গত কয়েকদিন ধরে আমাদের জীবনের একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে প্রকাশ্যে অনেক আলোচনা হচ্ছে, যাতে আমি এবং আমার পরিবার বিধ্বস্ত। অর্ধসত্য একটি বিষয়কে নিয়ে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে বিরক্ত করছেন। একের পর এক প্রশ্নে তারা উত্যক্ত করছেন। শোয়েব মালিক এবং সানিয়া মির্জা গত ১২ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছে। বাকিদের মতোই ওদের জীবনেও ওঠানামা রয়েছে। টম, ডিক এবং হ্যারির মতো কিছু ব্যক্তি সেটাকে নিয়ে উত্তেজক কাহিনি তৈরির করার চেষ্টা করছে, যা আমরা কোনও মতেই সমর্থন করি না।’

    ইমরান আরও লিখেছিলেন, ‘জীবনের সব উত্তর হ্যাঁ বা না-তে হয় না। ক্রীড়াজগতে ওরা দু’জনেই আদর্শ। পরিবারের কথা মাথায় না রেখে নিজেদের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছে দেশকে গর্বিত করতে। ওরা আরও বেশি সমীহ প্রত্যাশা করে। এখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ চলছে। দয়া করে নিজেদের দেশকে সমর্থন করার দিকে মনোযোগ দিন!’

    তবে যতই গুঞ্জন উঠুক, শোয়েব মালিকের ইনস্টাগ্রাম বায়োতে এখনও লেখা রয়েছেন, ‘অ্যাথলেট, হাজবেন্ড অব সুপারওমেন @মিরজাসানিয়া।’

    ২০১০ সালে মহা ধুমধামের মধ্য দিয়ে সানিয়া-শোয়েবের বিয়ে হয় এবং ২০১৮ সালে তাদের কোলজুড়ে আসে একমাত্র ছেলে ইজাহান মির্জা। সানিয়া-শোয়েবের সেই ঘনিষ্ট সূত্র জানিয়েছে, ‘দু’জন সিদ্ধান্ত নিয়েছেন, বিচ্ছেদ হলেও তারা দু’জনই ছেলের দেখাশোনা করবেন।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০