• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভেরেইনার ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশি বোলাররা

    ভেরেইনার ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশি বোলাররা

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ অক্টোবর ২০২৪ | ২:০২ অপরাহ্ণ

    দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নেমে দিশেহারা হয়ে পড়ে তাইজুল ইসলামের ঘূর্ণিতে। দল যখন নিয়ন্ত্রণ হারানোর পথে ঠিক তখনই স্টিয়ারিং হাতে চালকের আসনে বসেন কাইল ভেরেইনা। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের কাছেই এখন দিশেহারা তাইজুল ইসলাম-হাসান মাহমুদরা।

    দক্ষ হাতে দক্ষিণ আফ্রিকাকে পথ দেখাতে শুরু করেন ভেরেইনা। পথে নিজের অবস্থান সুসংহত করে দলকে বড় লিডও এনে দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের ১৮৬ রানের লিড সেটাই প্রমাণ করে। দলকে বড় লিড এনে দেওয়ার পথে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী ব্যাটার।

    তিন অঙ্ক স্পর্শ করার পর উদযাপনটাও করলেন দেখার মতো। ব্যাট সামনে রেখে বুকে হাত দিয়ে মাথা নিচু করে অভিবাদন জানালেন তিনি। যেন ব্যাটকে বোঝাতে চাইলেন তোমারই দান এই সেঞ্চুরি। ৭ নম্বরে এনে ১০০ রানে অপরাজিত আছেন তিনি।
    ওয়ানডে স্টাইলে ইনিংসটি সাজিয়েছেন ৮ চারে।

    মিরপুর টেস্টে ভেরেইনা দলের শুরুর ধাক্কাটা সামলান অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে সঙ্গী করে। সপ্তম উইকেটে রেকর্ড ১৩০ রানের জুটি গড়ে। বাংলাদেশের বিপক্ষে যা এই পজিশনে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ জুটি ছিল মুল্ডার ও কেশব মহারাজের ৮০ রানের, ২০২২ সালে পোর্ট এলিজাবেথে।

    মুল্ডার (৫৪) ক্যারিয়ারের প্রথম ফিফটি করে আউট হলেও লেজের দিকের ব্যাটারদের নিয়ে লড়ে যাচ্ছেন ভেরেইনা।

    ৯ম উইকেটে ড্যান পিয়েটের সঙ্গে ইতিমধ্যে ৬৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিচ্ছেন ভেরেইনা। ৮ উইকেটে প্রোটিয়াদের রান ২৯২। তার অপরাজিত সেঞ্চুরির বিপরীতে ৩২ রানে অপরাজিত আছেন পিয়েট। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত বাংলাদেশের সাফল্য শুধু ৬৫তম ওভারের শেষ দুই বলে হাসান দুই উইকেট।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০