• আজ বুধবার
    • ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ভোটকেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে: জিএম কাদের

    ভোটকেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে: জিএম কাদের

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৪ | ৪:৩৩ অপরাহ্ণ

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদের সব সময় ভয় ছিল, নির্বাচনে এনে আমাদের কুরবানি দেওয়া হয় কিনা। তাহলে দেশে নির্ভেজাল একদলীয় শাসনব্যবস্থা চালু হবে। কিন্তু আমরা যখন গণতান্ত্রিক ভোট ব্যবস্থা বজায় রাখার স্বার্থে ভোটে অংশগ্রহণ করেছি তখন দেখা যাচ্ছে ভিন্নচিত্র। কুমিল্লার তিতাসসহ দেশের বিভিন্ন কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

    রবিবার সকালে নির্বাচনি এলাকা রংপুর-৩ আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে রংপুর নগরীর শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে অপেক্ষমান সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

    তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভোটারদের মধ্যে ভয় ও আস্থাহীনতা থাকায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলেও তিনি জানান।

    শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ভোটে যেহেতু এসে পড়েছি, বর্জন করার উপায় নেই। তবে লক্ষণ ভালো নয় বলে তিনি জানান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১