• আজ বৃহস্পতিবার
    • ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ভোটের লড়াইয়ে নামছেন রচনা ব্যানার্জি

    ভোটের লড়াইয়ে নামছেন রচনা ব্যানার্জি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ মার্চ ২০২৪ | ৮:০৩ অপরাহ্ণ

    ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি এবার ভোটের লড়াইয়ে নামছেন। কয়েক মাস পর হতে যাওয়া ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট নিয়ে ভোটে অংশ নেবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

    গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী লোকসভা নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হবেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। পূর্ব মেদিনীপুরের কাঁথি বা তমলুক থেকে প্রার্থী হতে পারেন তিনি। আপাতত অপেক্ষা তুরুপের তাস বাইরে আসার। আগেরবারের লোকসভা ভোটের চমক ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান; এবারের সংযোজন রচনা ব্যানার্জি।

    কয়েক দিন আগে রচনা ব্যানার্জি সঞ্চালিত ‘দিদি নাম্বার ১’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে নবান্ন উৎসবে হাজির হয়েছিলেন রচনা। ওই সময় থেকে গুঞ্জন চাউর উড়ছে, তৃণমূলের রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন রচনা। তবে এ বিষয়ে এখনো দল কিংবা রচনা কোনো ঘোষণা দেননি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১