• আজ রবিবার
    • ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভোলায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুন ২০২১ | ১২:০৮ অপরাহ্ণ

    ভোলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুজন।

    শ‌নিবার সকাল পৌ‌নে ৯টার সদরের ইলিশা ইউনিয়নের মডেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- আব্দুল মা‌লেক (৫০) সদর উপ‌জেলার পূর্ব ইলিশা ইউনিয়‌নের ৪ নং ওয়া‌র্ডের প‌ণ্ডি‌তেরহাট এলাকার তজু ব্যাপারির ছে‌লে ও জ‌সিম উদ্দিন (৩৫) একই এলাকার কালু মিয়ার ছে‌লে।

    আহতরা হলেন- মো. শাহাবু‌দ্দিন, মো. ক‌বির হোসেন। তারা ভোলা সদর হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।

    স্থানীয় বা‌সিন্দা মো. আলাউ‌দ্দিন জানান, সকা‌লে আব্দুল মা‌লেক বা‌ড়ির নির্মা‌ণাধীন সেপটিক‌ ট্যাংকের শৌচাগারে কাজ করতে আসেন জ‌সিম উদ্দিন।

    সকাল ৯টার দিকে তিনি সেপ‌টিক ট্যাংকের ভিত‌রে প্রবেশ ক‌রেন। ওই সময় তার সঙ্গে আব্দুল মা‌লেকও সেপ‌টিক ট্যাংকে নামেন।

    এসময় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তারা নিস্তেজ হয়ে পড়েন।

    তা‌দের বাঁচা‌তে শাহাবু‌দ্দিন ও ক‌বিরও সেপ‌টিক ট্যাংকের ভিত‌রে ঢুক‌লে তারাও গ্যাস ক্রিয়ায় আক্রান্ত হন। প‌রে পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়‌দের সহ‌যোগিতায় তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে পাঠা‌নো হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০