• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ভ্যানে কাপড় বিক্রির সময় বাসের ধাক্কায় নিহত ২

    ভ্যানে কাপড় বিক্রির সময় বাসের ধাক্কায় নিহত ২

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ মার্চ ২০২২ | ৩:২৩ অপরাহ্ণ

    নওগাঁর মান্দায় ভ্যানে কাপড় বিক্রির সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিংগা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার (৬০) ও একই ইউনিয়নের বাংড়া গ্রামের বাসিন্দা খোরশেদ সরদার (৪৫)।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্যানযোগে উপজেলার চৌদ্দমাইল থেকে কাপড় বিক্রি করছিলেন আব্দুস সাত্তার। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ব্যবসায়ী আব্দুস সাত্তার ও পাশে দাঁড়িয়ে থাকা খোরশেদ সরকার রাস্তার পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরকারকে উদ্ধার করে রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

    মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১