• আজ শুক্রবার
    • ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ভয়ঙ্কর প্রতারক

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ আগস্ট ২০২১ | ৭:৩৯ অপরাহ্ণ

    কখনও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবার কখনও সাংবাদিক, কখনও নির্বাহী ম্যজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মো. শরীফ উদ্দীন নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গাজীপুর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের চাঙ্কিরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

    জিএমপির ডিবি দক্ষিণের উপকমিশনার মোহাম্মদ নুরে আলম জানান, শরীফ একজন বড়মাপের ভয়ঙ্কর প্রতারক। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, সময় টিভির পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার (পরিচালক প্রশাসন), এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে সিআইপি, ৩৬তম বিসিএস ক্যাডার (প্রশাসন) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইত্যাদি ভুয়া পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত সহকারী, সময় টিভি, সিআইপি, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি আইডি কার্ড পাওয়া গেছে। এ ছাড়াও দুটি মোবাইল ফোন, এক জোড়া হ্যান্ডকাফ, গাড়িতে ব্যবহারের জন্য তিনটি লেমনেটিং করা স্টিকার (প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগোসহ, বেঙ্গল গ্রুপ ও সময় টিভির) ও প্রধানমন্ত্রীর নামসহ একটি সিল এবং একটি এলিয়ন ব্যান্ডের প্রাইভেট কার পাওয়া গেছে। একই সময়ে তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।

    ডিবি কর্মকর্তা আরো জানান, শরীফের বিরুদ্ধে গত বছর কুমিল্লায় একই ভাবে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারের পর একটি প্রতারণা মামলা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তিন বছর ধরে প্রতারণা করে আসছেন। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১