- আজ বৃহস্পতিবার
- ২৭শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১০ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ ডিসেম্বর ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ
বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। গত বুধবার মধ্যরাতে মণিপুর রাজ্যের ইম্ফলে ৪৭ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। ১০ বছরের ছোট প্রেমিকা লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
বিয়ের অনুষ্ঠানে রণদীপ এবং লিন দুজনকেই মণিপুরী পোশাকে দেখা যায়। ঘরোয়া আয়োজনে মেইতেই আচার মেনে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। তবে প্রেমিকার সামাজিক আচার মেনে বিয়ে করায় খুবই উচ্ছ্বসিত এই তারকা। এমনকি নববধূর রীতিতে মুগ্ধতাও প্রকাশ করেছেন রণদ্বীপ।
বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে রণদীপ হুদা লেখেন, ‘আজ থেকে আমরা এক। খুব ভালো লাগছে। আমি অনুভব করেছি, কনের ঐতিহ্য মেনে বিয়ে করাই সম্মানজনক। আমি শুনেছি, মেইতেই রীতিতে প্রেমের বিয়ের ক্ষেত্রে বরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আমি আমার জীবনসঙ্গীর সংস্কৃতি অনুভব করতে চাই। এজন্য এখানে এসেছি।’
এ তারকা জুটির বিয়েতে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের এবং কাছের সকলের জন্য একটি রিসিপশনের আয়োজন করবেন তারা। এদিকে জনপ্রিয় এই অভিনেতার বিয়েতে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা। সেই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, রণবীরসহ অনেকেই রয়েছেন।
রণদীপ হুদা ভারতের বাণিজ্যিক বা শৈল্পিক ঘরানার সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ। মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ দিয়ে অভিষেক হয় তাঁর, এরপর তাঁকে দেখা গেছে ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই’, ‘রঙ রসিয়া’, ‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’ ইত্যাদি সিনেমায়।
‘জান্নাত ২’, ‘জিসম ২’, ‘কিক’-এর মতো পুরোপুরি বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০২০ সালে ‘এক্সট্রাকশন’ দিয়ে হলিউডে অভিষেক হয় তাঁর। এর আগে সুস্মিতা সেনসহ অনেক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব শোনা গেছে তাঁর। অবশেষে বিয়ে করলেন ভারতের একজন তারকা মডেল লিন লাইশরামকে।