- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুলাই ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাড়িতে ঢুকে মো. এনাম (৩০) নামে এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১২টায় উপজেলার পদুয়া ইউনিয়নের আজিম গর মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে। এনাম ওই এলাকার আহমদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হোসেনুজ্জামান বাচ্চু বলেন, ‘মধ্যরাতে একদল দুর্বৃত্ত এনামের বাড়িতে হামলা চালায়। তাকে মারধর করে তারা। প্রাণে বাঁচতে একপর্যায়ে পালিয়ে প্রতিবেশীর বাড়ির খাটের নিচে লুকিয়ে পড়েন এনাম। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তার মাথা ও ঘাড়ে দুটি গুলি করে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।