• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    মধ্যরাতে হেফাজতের নেতা শাহীনুর পাশা গ্রেপ্তার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মে ২০২১ | ১০:৪২ পূর্বাহ্ণ

    হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়ায় নিজ বাসার পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    শাহীনুর পাশা চৌধুরী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি। বনকলাপাড়ার আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আবদুল মুকিত বলেছেন, শাহীনুর পাশার বাসা বনকলাপাড়া এলাকার ৫১ গলিতে। বৃহস্পতিবার রাতে শাহীনুর পাশাকে কিছু লোক ‘আটক’ করে নিয়ে যান।

    জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ শাহীনুর পাশা চৌধুরীর গ্রেপ্তারের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

    তবে সিলেট নগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০১৩ সালে সহিংসতা চালানোসহ একাধিক মামলা রয়েছে শাহীনুর পাশার বিরুদ্ধে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাদের গ্রেপ্তারের মধ্যে শাহীনূর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হলো। তবে ঠিক কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। ঢাকার ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে রাতেই ঢাকার পথে রওনা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০