• আজ শুক্রবার
    • ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মহাকাশে উড়লো পৃথিবীর প্রথম কাঠের স্যাটেলাইট

    মহাকাশে উড়লো পৃথিবীর প্রথম কাঠের স্যাটেলাইট

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৪ | ৬:৫১ অপরাহ্ণ

    কাঠ দিয়ে তৈরি পৃথিবীর প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মনে করেন, এই ধরনের উপকরণ মহাকাশে ভেসে থাকা ধাতব আবর্জনা হ্রাস করতে সাহায্য করবে। গবেষণার লক্ষ্য হলো— স্যাটেলাইটটি বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুরোপুরি পুড়ে যাবে। যার কারণে ধাতব উপাদান থেকে সৃষ্ট দূষণ এড়াতে সহায়ক হবে।

    লিগনোস্যাট নামক এই পরীক্ষামূলক স্যাটেলাইটটি একটি ছোট বাক্স আকৃতির, যার প্রতিটি পার্শ্ব মাত্র ১০ সেন্টিমিটার। এটি ফ্লোরিডার নাসার-র কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স -এর একটি চালকবিহীন রকেটে করে উৎক্ষেপিত হয়। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের হিউম্যান স্পেসোলজি বিভাগ জানায়, স্যাটেলাইটটি একটি বিশেষ কন্টেইনারে নিরাপদে মহাকাশে পৌঁছেছে।

    লিগনোস্যাট (LignoSat) -এর সহ-উন্নয়নকারী সুমিতমো ফরেস্ট্রির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, এটি সফলভাবে উৎক্ষেপিত হয়েছে এবং অল্প সময়ের মধ্যে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছাবে। প্রায় এক মাস পর এটি মহাকাশে মুক্ত করা হবে এবং এর শক্তি ও স্থায়িত্ব পরীক্ষা করা হবে।

    গবেষকরা স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করবেন এবং দেখবেন, এটি তাপমাত্রার চরম পরিবর্তন সহ্য করতে পারে কিনা। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিশেষ অধ্যাপক এবং মহাকাশচারী তাকাও দাও বলেন, ধাতব নয় এমন স্যাটেলাইটগুলোই ভবিষ্যতে বেশি প্রচলিত হতে পারে।

    উল্লেখযোগ্য বিষয়, কাঠের স্যাটেলাইট মহাকাশ পরিবেশ রক্ষা এবং স্পেস জাঙ্ক কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১