- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ নভেম্বর ২০২১ | ৩:০৫ অপরাহ্ণ
আজ মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রনির গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন। তার বাবা অলিউল্লা দিনমজুরের কাজ করেন।
নিহতের প্রতিবেশী নার্গিস আক্তার জানান, রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত হয় রনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিআরটিসি বাসটিকে জব্দ করে নেওয়া হয়েছে থানায়।