- আজ বুধবার
- ১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ নভেম্বর ২০২১ | ১১:৪০ পূর্বাহ্ণ
রাজধানীর মহাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িচালক। আজ মঙ্গলবার সকালে মহাখালীর রাওয়া ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওমর আইয়ান (২০) ও ফাহমিদ রায়হান (২০)।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, প্রাইভেটকারচালককে পেছনে বসিয়ে ড্রাইভ করছিলেন রায়হান। রাওয়া ক্লাবের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। আহত হন ওই গাড়ির চালক। দুজনের লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে। আহত গাড়ির চালককে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।