• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মহাসড়ক থেকে ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

    মহাসড়ক থেকে ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ এপ্রিল ২০২২ | ২:৩৮ অপরাহ্ণ

    ময়মনসিংহের মুক্তাগাছায় আঞ্চলিক মহাসড়ক থেকে সুরুজ আলী সূর্যি (৪৮) নামে এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল তার ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেল।

    নিহত সুরুজ আলী সুর্যি ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

    গতকাল শনিবার (১৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের গাবতলী বাজার এলাকা থেকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। রোববার (১৭ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ইউপি সদস্য সুরুজ আলী সূর্যি চানপুর গ্রামের হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে শনিবার রাতে উপজেলার কালীবাড়ি বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। রাত ১টার দিকে পথচারীরা গাবতলী বাজার এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

    তিনি আরও বলেন, খবর পেয়ে রাতে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইস্থান থেকে গুরুতর আহত অবস্থায় হেলাল উদ্দিন নামে একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

    মরদেহের পাশ থেকেই ইউপি সদস্যের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তবে অন্য কোনো ঘটনা হলে সেটা তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

    তবে নিহত ইউপি সদস্যের স্ত্রী জমেলা বেগম বলেন, এটা কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিপক্ষ সুলতান উদ্দিনের নেতৃত্বে স্বামীকে কৌশলে হত্যা করা হয়েছে।

    ঘোগা ইউপি চেয়ারম্যান শরীফ আহমেদ বলেন, এটি কোনো দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০