• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ২ জনকে পিটিয়ে হত্যা

    মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ২ জনকে পিটিয়ে হত্যা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ মার্চ ২০২৫ | ২:০৬ অপরাহ্ণ

    রাতে ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে অজ্ঞাত কয়েক ব্যক্তিকে ঘেরাও করে এলাকাবাসী। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুরু হয় সংঘর্ষ। গণপিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। তবে তাদের গুলিতে আহত হয়েছেন গ্রামবাসীদের কয়েকজন। সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার এঁওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

    চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় ডাকাত পড়েছে সন্দেহে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। পরে পিটুনিতে দুজন নিহত হয়। নিহত একজনের কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। এর আগে গ্রামবাসীর ধাওয়ায় পালানোর সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে আহত হয়েছেন চার গ্রামবাসী। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশায় করে ডাকাতরা এসেছিল। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১