- আজ বুধবার
- ২৪শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৭ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ মার্চ ২০২২ | ৪:১২ অপরাহ্ণ
শুধু তেল, চাল, ডাল-ই নয়, এখন মাছ-মাংসসহ সব কাঁচাবাজার সিন্ডিকেটের দখলে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্য। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে জোটটি।
আজ রবিবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের’ দাবিতে সমাবেশে এ দাবি জানান জোটের শীর্ষ নেতারা।
জোটের নেতারা সমাবেশে অভিযোগ করে বলেন, এই সিন্ডিকেটের লুটপাটের কারণে আজ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ খাবারের তালিকা থেকে মাছ-মাংস বাদ দিয়েছে। দরিদ্র ও হত দরিদ্র মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করেছে।
তারা আরও অভিযোগ করেন, সিন্ডিকেট তৈরি করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ও এলপি গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
সমাবেশ শেষে গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে ২৮ মার্চ সোমবার অর্ধবেলা হরতাল পালনের আহ্বান জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক দলের সদস্যরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |