• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    মাদকাসক্তির দিকে ঠেলে দেয়া হচ্ছে নতুন প্রজন্মকে: জামায়াত

    মাদকাসক্তির দিকে ঠেলে দেয়া হচ্ছে নতুন প্রজন্মকে: জামায়াত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জুন ২০২৩ | ১:৩৯ অপরাহ্ণ

    বিশ্বশান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা এবং দেশ ও জাতিকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী করে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ধ্যাপক মুজিবুর রহমান।

    সোমবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দীন প্রমুখ।

    অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের দেশে পরিকল্পিতভাবে মাদকের বিস্তার ঘটানো হয়েছে। সীমিত পরিসরে হলেও ঔষধ ও কোমল পানীয় মাদকের উপস্থিতি রয়েছে। আর এভাবেই নতুন প্রজন্মকে মাদকাশক্তির দিকে ঠেলে দেয়া হচ্ছে। এমতাবস্থায় মাদকের ভয়াবহ বিস্তার মোকাবেলায় প্রত্যেক নাগরিক কুরআন-সুন্নাহর যথাযথ জ্ঞান অর্জন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কঠোর আইন প্রণয়ন, আর তা কার্যকর করার জন্য প্রশাসনের সকল পর্যায়ে সৎলোকদের নিয়োগ এবং মাদকবিরোধী অভিযান সারা বছরই অব্যাহত রাখা দরকার। তাহলেই মাদকের ভয়াবহ বিস্তার রোধ করে দেশ ও জাতিকে নিরাপদ করা সম্ভব।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১