• আজ মঙ্গলবার
    • ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মাদক বাংলাদেশসহ সারা বিশ্বের সমস্যা : ভূমিমন্ত্রী

    মাদক বাংলাদেশসহ সারা বিশ্বের সমস্যা : ভূমিমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ মার্চ ২০২২ | ৩:১০ অপরাহ্ণ

    ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, মাদক বাংলাদেশসহ সারা বিশ্বের সমস্যা। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ২০৪১ সালে দেশকে উন্নত দেশ হিসেবে গড়ার জন্য নতুন প্রজন্মকে অবশ্যই মাদক থেকে দূরে রাখতে হবে। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে যেমন বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, ঠিক তেমনই মাদকের বিরুদ্ধেও ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।

    চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে মোটেল সৈকতে আয়োজিত কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী আরও বলেন, এখন দেখা যাচ্ছে অনেক বড় লোকের সন্তানরাও মাদকের নেশায় আসক্ত। তারা কোনও হতাশা থেকে নয়, বরং ফ্যাশন হিসেবে নেশা করছেন, এটা থামাতে হবে। নেশার কুফল সম্পর্কে জানাতে পাড়া-মহল্লায় কর্মশালা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের অপব্যবহার নিয়ে বেশি বেশি করে প্রচার করতে হবে।

    তিনি বলেন, আমরা স্বাধীনতার ৫১ বছরে পদার্পণ করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আজ বালাদেশ-পাকিস্তানের চেয়েও এগিয়ে।

    চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা সেবা বিভাগ) মো. মোকাব্বির হোসেন বলেন, দেশে মাদকের মামলা বাড়ছে। কারাগারে ৬০ শতাংশ আসামিই মাদক মামলার। কারাগারেও মাদকের ডিমান্ড তৈরি হচ্ছে।

    স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক আবদুস সবুর বলেন, মাদক চোরাকারবারিদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর তাদের ধরতে অভিযান শুরু হবে। পাশাপাশি মাদকাসক্তদের তালিকাও করা হচ্ছে। ইতোমধ্যে মাদকাসক্তের তালিকা করা হয়েছে। এক বছর পর এ তালিকার কাজ শেষ হলে বোঝা যাবে দেশে মাদকাসক্তের সংখ্যা কতো। আগের হিসেবে দেশে মাদকাসক্তের সংখ্যা ৩৬ লাখ।

    কর্মশালায় বিজিবির চট্টগ্রামের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল রাশেদ আজগর, চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১