- আজ রবিবার
- ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ১৬ জুলাই ২০২১ | ৮:০১ পূর্বাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে জ্বলন্ত চুলার লাকড়ি দিয়ে ডান হাত ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
কামরুল হাসান জানান, ওই ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রতিনিধিরা প্রাথমিকভাবে সত্যতা পান এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালকের কার্যালয় থেকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্তের আদেশ দিলে তা কার্যকর করা হয়।
মাঈন উদ্দিন শ্রীপুর উপজেলার নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ভুক্তভোগীর মা জানান, গত সোমবার দুপুরে বাড়ির নির্মাণকাজ করছিলেন অভিযুক্ত শিক্ষক মাঈন উদ্দিন। এ সময় প্রতিবেশী বুদ্ধি প্রতিবন্ধী শিশু বিল্লাল হোসেন মিলন (১০) তার নির্মাণকাজ দেখতে যায়। এক পর্যায়ে শিক্ষকের বাড়ির পাশে রাখা বালির ওপর ওঠে শিশু মিলন খেলতে শুরু করে। এ সময় মাঈন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি শিশুটিকে মোড়ের রফিজ উদ্দিনের চায়ের দোকানের সামনে নিয়ে জ্বলন্ত লাকড়ি দিয়ে তার হাত ঝলসে দেন।
প্রসঙ্গত, শিশু বিল্লাল হোসেন মিলন নিজ গ্রামের মাওনা বুলবুলের ছেলে। মিলন শৈশব থেকেই সে বুদ্ধি প্রতিবন্ধী এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারে না।