• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৮শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মানহানির দুই মামলায় তারেক রহমানকে অব্যাহতি

    মানহানির দুই মামলায় তারেক রহমানকে অব্যাহতি

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৪ | ৫:৫৩ অপরাহ্ণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মানহানির অভিযোগে দায়ের হওয়া দু’টি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেক রহমানের নামে জারি হওয়া গ্রেফতার পরোয়ানা থেকেও অবমুক্তি দেওয়া হয়।

    বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে এদিন সংশ্লিষ্ট আদালত আসামির পক্ষে রিকল দিয়ে গ্রেফতার পরোয়ানা থেকে অবমুক্তি দেন।

    আদালত সূত্র জানায়, ২০১৪ সালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে এই মামলা দু’টি দায়ের করেন। দু’টি মামলাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করা হয়। এরপর ২০১৫ সালে একটি এবং ২০১৭ সালে অপর মামলাটি আদালত খারিজ করে দেন। তবে মামলা খারিজ হয়ে গেলেও ওই দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল তারেক রহমানের নামে।

    এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকনসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১