- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২১ | ১:০৮ অপরাহ্ণ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম (জিএম) মোহাম্মদ কাদের বলেছেন, দেশে সুশাসন ও নিরাপত্তা নেই। সড়কে দুর্ঘটনা ঘটবে, মানুষ মারা যাবে। প্রতিদিন রাস্তা বন্ধ হয়ে হাজার হাজার মানুষ সড়কে আটকে সীমাহীন ভোগান্তি পোহাবে- এটাই যেন স্বাভাবিক ঘটনা।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে জিএম কাদের তার বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় মেজর (অব.) মো. মাহফুজুর রহমান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন।
জাপা চেয়ারম্যান বলেন, বেকারত্ব বাড়ছে। ট্যাক্স বেড়েছে সব ক্ষেত্রে। কিন্তু মানুষের আয় বাড়েনি। নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবন যাপন দুঃসহ হয়ে উঠেছে। সরকারি ঘোষণা অনুযায়ী দেশের জিডিপি বেড়েছে, জিডিপি কত বেড়েছে তা দেশের মানুষ জানতে চায় না। জিডিপি বাড়লে মানুষের পেট ভরে না, চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গেলে দেখা যায়, ফলাফল বিরাট একটা শূন্য।
তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ দেশের যে অবস্থা করেছে বিনপি এলে সেই ধারাবাহিকতা রক্ষা করবে। দেশ ও মানুষের কোনো উপকার হবে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. এমরান হোসেন মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা প্রমুখ।