দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় বিকল্প বাহন খুঁজতে হয়রান মানুষকে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। ভোগান্তিও ছিল চরম মাত্রায়।
ঈদ শেষ হয়েছে, কিন্তু ফুরোয়নি ঈদ যাত্রা। হাতে-মাথায়-কাঁধে ব্যাগ-বস্তা, শিশু থেকে বৃদ্ধের এ যেন ভোগান্তি আর দুর্ভোগগাঁথা।
বিকল্প বাহনের আশায়, পায়ে পা মিলিয়ে দলে দলে হেঁটে চলা। একটা বাহন পেলেই একযোগে ঝাঁপিয়ে পড়া। ভাড়ার কোন ঠিক-ঠিকানা নাই দেখে বোঝাপড়াটা আগেই সেরে নিচ্ছেন কেউ কেউ।