- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২১ | ১১:৫৩ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ‘রয়্যাল রিসোর্ট’-এ মামুনুল হককে হেনস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল এ দাবি জানান।
গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, কিছুক্ষনের মধ্যে এ বিষয়ে তারা বৈঠকে বসবেন। বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত হবে।
মামুনুল হকের সংগে থাকা নারীর বিষয়ে জানতে চাইলে মাওলানা আব্দুল আউয়াল বলেন, তিনি তাঁর স্ত্রী। হোটেলে তাদের হেনস্থা করা হয়েছে।
তিনি বলেন, হেনস্থাকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হবে। যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |