• আজ সোমবার
    • ১২ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলকদ ১৪৪৬ হিজরি

    মায়ের কবরের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে শুভ

    মায়ের কবরের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে শুভ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৫ | ৮:১৫ অপরাহ্ণ

    ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভর সময়টা ভালো যাচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলের ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে তার অভিনয় ক্যারিয়ারে। ‘মুজিব’ চলচ্চিত্রে বিনা পারিশ্রমিকে অভিনয়, হাসিনা সরকারের বরাদ্দকৃত সরকারি প্লট পাওয়া, জুলাই আন্দোলনে ছাত্রদের সমর্থন না করা- এসব কারণেই তিনি জনগনের রোষানলে পড়েছেন।

    সেই প্লটতো হারিয়েছেনই, এরইমধ্যে ব্যক্তিজীবনেও এসেছে একের পর এক খারাপ খবর। দীর্ঘদিনের সংসার ভাঙণ থেকে শুরু করে মা হারানোর শোক- সব মিলিয়ে শুভ অনেকটাই বিদ্ধস্ত।

    তারই ইঙ্গিত পাওয়া গেলো আজকে নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ছবি ও তার ক্যাপশনে। ছবিতে দেখা যাচ্ছে শুভ তার মায়ের কবরের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন।

    ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসতো যে ২৪ শে জানুয়ারি আবার ফিরে আসছে…….সময় বড়ই স্বার্থপর……!

    একটা একটা দিন গুনতাম আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে? নাকি আসলেই এক বছর হয়ে গেছে?

    লক্ষ্য কোটি শব্দ লিখেও, এই জীবনে কোনদিন আমি বোঝাতে পারবো না……আমার জন্য তুমি কি ছিলে এবং আছো!

    জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! গত ৩৬৫ দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু এটাই প্রশ্ন করেছি নিজেকে…… সত্যিই তুমি নেই মা?

    নাকি আমি কোথাও ভুল করছি এটা কোন দুঃস্বপ্ন নয় তো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা!’

    মাকে শুভ কতোটা ভালোবাসতেন সে কথা তার ফেসবুক অনুসারীরা জানেন। মাকে হারিয়ে শুভ’র এই কষ্ট তারা অনুধাবন করতে পারবেন।

    প্রসঙ্গত, শুভ’র নতুন কাজের খবর নেই দীর্ঘদিন হয়ে গেলো। এমনকি মুক্তি আটকে আছে তার সিনেমা ‘নূর’-এর।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১